দুই ভালোবাসায় তফাৎ অনেক। শক্তিও আলাদা। তুমি আমায় কাছে টানো সম্মোহন করে; তিনি আমায় কাছে ডাকেন আত্মাকে জাগিয়ে তুলে। আমি তোমার কাছে আসি প্রবৃত্তিজাত অনুভূতির বশে মাতাল হয়ে; আর তাঁর কাছে যাই আত্মা ও বিবেকের তাড়নায় সজাগ হয়ে। তোমার প্রেম আমায় বিবশ করে; আর তাঁর প্রেম আমার বোধ ও চৈতন্য নিশ্চিত করে। তাই তোমাকে বিনীতভাবে বলছি—আমার অনুভূতি নিয়ে খেলা করো না। প্রিয় নবির ব্যাপারে অশালীন মন্তব্য করে অযথা আমায় কষ্ট দিয়ো না...’ কথাগুলো বলছিলেন এক অন্ধ সাহাবি তার প্রিয়তমাকে...
একটু অবগাহন করে আসুন প্রেম-সরোবরে!