“জীবন চালানোর মূল চালিকা শক্তি বা কমান্ড বাটনটি তোমার ভেতরে দেয়া আছে, তোমার বাইরে না। অন্য কারো কাছে তো প্রশ্নই আসেনা। সুতরাং তুমি তোমার জীবনকে কিভাবে চালাতে চাও তা একান্তই তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা এবং ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল। তোমার আশেপাশের মানুষ তো নয়ই, এমনকি সৃষ্টিকর্তাও তোমার পরিবর্তন করেন না, যদি না তুমি চাও। হাজার বিপদে ও বাঁধাতেও যারা বলে যে আমি পারবো, আমাকে পারতেই হবে; এই মহাবিশ্ব তাদের ভালবাসায় মত্ত হয়ে যায়। আর তারা সফল হয়েই ছাড়ে।” অপার সম্ভাবনার এই বইটির প্রতিটি পাতা, প্রতিটি মিনিট যেন ব্যয় নয়; বরং সঞ্চয়, বিনিয়োগ এবং দুর্দন্ত আশাজাগানিয়া এক জীবনের প্রতিশ্রুতি।