একজন মানুষ তার স্বপ্নের সামান বড়ো। পৃথিবীর সবমানুষই কমবেশি স্বপ্ন দেখে। ঘুমের ঘোরে হঠাৎ ঘোড়া হাঁকিয়ো ছুটে যাওয়া, অথৈ সাগওে ডুবতেডুবতে হারিয়ে যাওয়া, কুড়ে ঘরে শুয়ে রাজপ্রসাদে ঘুওে বেড়ানো, দূর নীলিমায় পাখির ন্যায়আকাশ ছোঁয়া- এমন হাজারো স্বপ্ন আমাদের নিত্য সঙ্গী। আমি একদিন স্বপ্ন দেখলাম, আগ্রারতাজমহল ঘুওে দেখেছি। আর একদিন দেখলাম বায়তুল শরীফ তাওয়াফ করছি। এরই মাধ্যে হঠাৎ করেযেন কারো স্পর্শে ঘুম ভেঙ্গে গেল। জেগে উটে দেখি, শিয়রে মা দাড়িয়ে আছেন। এমনটাআমাদের প্রায়ই হয়। এসব স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন। কিন্তু আমি তোমাদের যে স্বপ্নের কথাবলছি, তা জেগে দেখার স্বপ্ন এবং স্বপ্ন জেগেই দেখতে হয়। এপিজে আবুল কালাম-এর ভাষায়, ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আসল স্বপ্ন নয়, স্বপ্ন সেটা,যা মানুষকে ঘুমাতে দেয় না।
Reviews and Ratings
Please login for review