মহিমান্বিত কুরআন। কুরআন মাজিদ। মানবজাতির মুক্তির লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে অবতীর্ণ শ্রেষ্ঠ গ্রন্থের নাম। এতে আছে সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। সর্বোত্তম পবিত্রতম জীবনের জন্য একটি শ্রেষ্ঠ জীবন বিধান। এই কুরআন প্রাণে প্রাণে জ্বালে রহমানি আলোর জ্যোতি। যুগ যুগান্তর ও বহু ভৌগোলিক সীমানা ছাড়িয়ে এই কুরআন এখনো স্বমহিমায় উজ্জ্বল—অবিকৃত